আমতলী প্রতিনিধি।। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনির সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সদস্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মোঃ রেজাউল করিম।
বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক মোঃ মঞ্জুর মোর্শ্বেদ আহম্মেদ, উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম ও ডাঃ জায়েদ আলম ইরাম।
বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোসাঃ হালিমা সরদার, কৃষিবিদ রাসেল, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক মিলন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান,এসআই মোঃ ইউনুস ফকির, ইউপি চেয়ারম্যান অ্যাড. এইচএম মনিরুল ইসলাম মনি, আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, আমতলী প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক সৈয়দ নুহু-উল আলম নবীন, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী, ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম স্বপন, নারী ইউপি সদস্য সানজিদা তামান্না ও সেনিটেরী পরিদর্শক সাবেরা পারভীন প্রমুখ।