আপন নিউজ অফিস।। কলাপাড়ায় মাছের ঘের থেকে মোঃ নয়ন খাঁন (৮) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে কলাপাড়া থানা পুলিশ।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নয়ন নিখোঁজ থাকে। শিশুটির পরিবার সারারাত খোঁজাখুঁজি করেও সন্ধান পাইনি, সকালবেলা ঘেরে পাতা জাল উঠাতে গিয়ে শিশুটিকে জালে প্যাচানো দেখে পুলিশকে খবর দিলে, পুলিশ গিয়ে শিশুটি মৃত্যুদেহ উদ্ধার করেন।
মৃত্যু শিশুটি উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের চরপাড়া গ্রামের মোঃ লিটন খাঁন'র ছেলে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনস্থানে গেছে, মাছের ঘেরে জালে পেঁচানো থাকা শিশুটি মৃত্যুদেহ উদ্ধার করে করা হয়েছে। পরবর্তীতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।