এইচ এম হুমায়ুন কবির।। আগামী ১৭অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচন। কলাপাড়া উপজেলার (৭নং ওয়ার্ড) নির্বাচনে সদস্য পদে দ্বিতীয় বারের মত মনোনয়নপত্র জমা দিলেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী স্বেছাসেবকলীগ উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এবং পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো.ফিরোজ শিকদার।
বুধবার দুপুরে পটুয়াখালী সদর উপজেলা নির্বাচন অফিস কার্যলয়ে সহকারী রিটানিং অফিসার খান আবি শাহনুর খানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
ফিরোজ শিকদার কলাপাড়া উপজেলার জেলা সদস্য প্রার্থী হিসাবে ২০১৬ সালে প্রথম বারের মত বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। জেলা সদস্য দায়িত্বপালনকালীন সময়ে নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেন। তিনি এ উপজেলায় জনসেবায় অনন্য নজির স্থাপন করেছেন। কলাপাড়ায় আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গনে তিনি একজন জনবান্ধব নেতা হিসেবে সর্বমহলে প্রশংসিতও হয়েছেন।
মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর মাহবুবুর রহমান, ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. শাহবুদ্দিন, চাকামইয়া ইউনিয়ন আওয়মী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আমির হোসেন, টিয়াখালী ইউনিয়ন পরিষদ সদস্য দুধল মীর, লতাচাপলী ইউনিয়ন পরিষদ সদস্য তুহিন খান।
ফিরোজ শিকদার বলেন, আমি কোন দিন অপরাজনীতি করিনি। চেষ্টা করেছি সবার অংশ গ্রহন ও সহযোগিতায় পরিচ্ছন্ন রাজনীতি উপহার দিতে। বড়জনকে সম্মাণ করেছি, ছোটদের আদর স্নেহ দিয়েছি। সংগঠনকে গতিশীল করতে নেতাকর্মী সবার সহযোগিতায় একসঙ্গে কাজ করেছি।
উল্লেখ্য, উপজেলা নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে, ১২টি ইউনিয়ন ও দু’টি পৌরসভা এবং উপজেলা পরিষদের সদস্যরা এ নির্বাচনে ভোটাধিকার হবেন। ৭ নং ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১৮৫ জন। ভোট গ্রহন ১৭ অক্টোবর। ইভিএমের মাধ্যমে জনপ্রতিনিধিরা ভোট দিবেন।