আপন নিউজ অফিস।। কোন নিয়ম অনুসরণ না করেই কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের হাফেজ প্যাদা বাজার সংলগ্ন সরকারি গাছ কেটে ফেলা হয়েছে। এ ব্যাপারে বন বিভাগের কোনো দাফতরিক নির্দেশ ছিল না বলে জানা গেছে।
সম্প্রতি সরকারি গাছ কাটার পর জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এর দায় নিচ্ছে না কেউ।
স্থানীয় আমির হোসেন আকন বলেন, আমার বাড়ির সামনে এই সরকারি গাছটি রাতে অন্ধকারে মিজানুর হাওলাদারের নামের এক গাছ ব্যবসায়ী গাছটি কেটে নিয়ে মিলে নিয়ে গেছে।
গাছ কাটারের ব্যাপারে মিজানুর রহমান হাওলাদারের সরাসরি যোগাযোগ করা হলে তিনি বলেন, গাছ সংক্রান্ত ব্যাপারে ইউনিয়ন চেয়ারম্যান রিয়াজ তালুকদার ও স্থানীয় হালিম প্যাদা কাছে গিয়ে আপনারা জানতে পারবেন, এ বলে তিনি দ্রুত চলে যান। এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রেখেছে।
ওই এলাকার পোল্ডারের সভাপতি রেজাউল আলম মৃধা জানান, গাছ কাটা কথা শুনে উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে, তারা স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে গাছগুলো জিম্মায় রাখে এবং তারা আইনের প্রক্রিয়া নেওয়ার জন্য তাকে জানিয়েছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ তালুকদার বলেন, রাস্তার পাশে গাছটি ঝুলে পড়েছে, তাই এলাকার হালিম প্যাদা মিজানুর রহমানের মাধ্যমে গাছটি কেটে ফেলায় এবং গাছটি আমার জিম্মায় রাখা হয়েছে।
কলাপাড়া বন বিভাগ কর্মকর্তা মোঃ মনিরুল হক বলেন, গাছটি চেয়ারম্যানের কাছে জিম্মায় রাখা হয়েছে, কে এ গাছ কাটার সাথে জড়িত তা বের করতে আমরা তদন্ত শুরু করেছি, শিগগিরই অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।