চঞ্চল সাহা: কলাপাড়ায় ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট পরিচয় দিয়ে দু’টি মিষ্টির দোকানে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা দাবী করেছে একটি প্রতারকচক্র। গত ২৬ সেপ্টেম্বর দুপুরে জগবন্ধু মিষ্টান্ন ভান্ডার এবং সাহা কেবিন নামে এ দু’টি দোকানের সত্বাধিকারীদের মোবাইল করে এ টাকা দাবী করা হয়। এসময় তিনি নিজেকে চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আবুল কালাম আজাদ পরিচয় দেন এবং তার দাবীকৃত টাকা না দিলে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৩ লাখ টাকা জরিমানা করে দোকান সিলগালা করে দেবেন বলেও হুমকি দেয়া হয়েছে। এর অন্ততঃ দু’মাস আগেও কলাপাড়ার উপজেলা নিবার্হী কর্মকর্তা পরিচয় দিয়ে ৫০ হাজার টাকা দাবী করেছে ওই দোকান দু’টিতে। পরে এ বিষয়টিও ভুয়া প্রমানিত হয়।
এদিকে, খোঁজ নিয়ে জানা গেছে, কলাপাড়ার বিভিন্ন ব্যবসায়ীদের ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট পরিচয় দিয়ে মোবাইল ফোনে মোটা অংকের টাকা দাবী করে আসছে একটি প্রতারকচক্র। এতে ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে বলে জানা গেছে।
এ ব্যাপারে জগবন্ধু মিষ্টান্ন ভান্ডারের সত্বাধিকারী, কলাপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিখিল চন্দ্র হাওলাদার জানান, এ নিয়ে দু’মাসের মাথায় একজন উপজেলা নিবার্হী কর্মকর্তা এবং অপরজন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট পরিচয় দিয়ে ৫০ হাজার করে টাকা দাবী করেছেন। এরা মোবাইলে প্রথমে ভয়-ভীতি দেখায়। এরা প্রতারক চক্রের সদস্য বলে তিনি উল্লেখ করেন।
সাহা কেবিনের সত্বাধিকারী গৌতম সাহা জানান, তাকেও একই দিনে একই মোবাইল নাম্বার দিয়ে ৫০ হাজার করে টাকা দাবী করেন।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.মোস্তাফিজুর রহমান জানান, প্রতারকদের বিরুদ্ধে কোন অভিযোগ পেলে তাদের আটক করে আইনের আওতায় আনা হবে বলে উল্লেখ করেন তিনি।