আমতলী প্রতিনিধি: তালতলী উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি জামাল মোল্লা ও উপজেলা শ্রমিক দল সাবেক সাধারণ সম্পাদক রফিক সরদারের নেতৃত্বে তিন শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। সোমবার রাতে উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রেজবি-উল কবির জোমাদ্দারের হাতে ফুলের তোরা দিয়ে যোগদান করেছেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল হালিম মোল্লা।উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবুল কাসেম হাওলাদার, যুবলীগ আহ্বায়ক মারুফ রায়হান তপু, শ্রমিক লীগ সভাপতি মনির জোমাদ্দার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শুক্কুর, সেচ্ছাসেবক লীগ সভাপতি মোস্তফা জোমাদ্দার, ছাত্র লীগ সভাপতি সরোয়ার হোসেন স্বপন,সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠু প্রমুখ।
আওয়ামীলীগে নব্য যোগদানকৃত জামাল মোল্লা ও রফিক সরদার বলেন, শেখ হাসিনার উন্নয়ন, দেশপ্রেম ও রাজনৈতিক প্রজ্ঞায় অনুপ্রানিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়াতে তিন শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগে যোগ করেছি। তারা আরো বলেন, বুঝেশুনে স্বেচ্ছায় আওয়ামী লীগে যোগ দিয়েছি। আগে ভুল পথে ছিলাম এখন সঠিক পথে এসেছি।
তালতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রেজবি-উল কবির জোমাদ্দার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেম ও উন্নয়নে উদ্ভুদ্ধ হয়ে বিএনপির তিন শতাধিক নেতাকর্মী স্বেচ্ছায় আওয়ামীলীগে যোগদান করেছেন।