আপন নিউজ, কলাপাড়া অফিসঃ
কলাপাড়ার মহিপুর ইউনিয়নের কোমরপুর গ্রামে মোসা. ফাহিমা (১৬) নামের এক কিশোরীর মৃত্যু নিয়ে এলাকায় ধুম্রজালের সৃষ্টি হয়েছে। সোমবার (১৭ফেব্রুয়ারী) দুপুর ১ টার দিকে তার মৃত্যু হয়। তার পরিবারের দাবী ঘরের খাট থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। সে ওই এলাকার আবদুর রহিম গাজীর মেয়ে ।
কলাপাড়া হাসপাতালের ডা. সায়মা সুলতানা জানান, ফাহিমাকে হাসপাতালে নিয়ে এসেছে মৃত অবস্থায়। অপমৃত্যুর কোন আলামত পাচ্ছেন না তিনি । তবে মুখমন্ডল ফ্যাকাশে ছিল, ধারনা করা হচ্ছে ষ্ট্রোক কিংবা রক্ত শূন্যতার কারনে এমন ঘটনা ঘটতে পারে।
কলাপাড়া উপজেলার মহিপুর থানার ওসি মো. সোহেল আহম্মেদ জানান, খাট দিয়ে পড়ে কিশোরীর মৃত্যুর বিষয়টি অনিশ্চিত । তবে তিনি ষ্টেশনে নেই বলে বিষয়টি তার জানা নেই।
এ ব্যাপারে জানার জন্য একই থানার দায়িত্বপ্রাপ্ত ওসি (তদন্ত) মো. মাহবুুবুর রহমানকে বার বার তার মুঠো ফোনে চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি।