আপন নিউজ অফিস: কলাপাড়ায় কীটনাশক খেয়ে সালমা বেগম (৪০) নামের চার সন্তানের জননী আত্মহত্যা করেছে।
শনিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় উপজেলার চাকামইয়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মোঃ আল আমিন মুসল্লীর স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মৃত সালমা বেগম বড় মেয়ে আখির পারিবারিক বিষয় নিয়ে বাকবিতন্ড হয়। অতঃপর সালমা বেগম স্বামী মোঃ আল আমিন উভয়কে দু'টি থাপ্পর মেরে আলাদা করে দেয়। পরবর্তীতে সালমা বেগম সকলের অগোচরে বসতঘরে থাকা কীটনাশক বিষ (বাসুডিন) পান করে অসুস্থ্য হয়ে পরে বলে সালমা বেগম'র স্বামী জানায়। বিষয়টি তার স্বামী বুঝতে পেরে আত্মীয় স্বজনদের সহযোগিতায় সালমা বেগমকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।