আপন নিউজ অফিস: বুথের মধ্যে বহিরাগত এবং মোবাইল নিয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করে জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী মোঃ ফিরোজ সিকদার সংবাদ সম্মেলন করেছেন। শনিবার সন্ধায় কলাপাড়া প্রেসক্লাবের ইন্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ফিরোজ সিকদার বলেন, 'নির্বাচনের দিন আমার প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী ভোটারদের প্রভাবিত করার পায়তারা করছেন।'
এসময় যুবলীগ নেতা জিয়াউর রহমান জিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহরিয়ার সবুজসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।