সঞ্জিব দাস,গলাচিপা: জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, মোহাম্মদ কামাল হোসেন, জেলার ৮টি উপজেলার ভোট কেন্দ্র গুলোতে নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, সিসি ক্যামেরা সহ সকল প্রস্তুতি গ্রহণ করেছে এবং প্রশাসনিকভাবে ইউএনও, ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনী সহ পিজাইডিং, সহকারী পিজাইডিং কর্মীদের প্রতি ইস্পাত কঠিন নির্দেশনা প্রদান করেছে।
কোন অবস্থাতেই যেন ভোটকেন্দ্রের মধ্যে সমর্থন বা নির্বাচনে ভোট কেন্দ্রে দায়িত্ব অবহেলা, সৌথিল্য পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নির্দেশ প্রদান করে।
এদিকে অতিরিক্ত জেলা প্রশাস (সার্বিক) মোঃ হুমায়ুন কবির, প্রতিটি উপজেলার কেন্দ্রগুলো এবং কেন্দ্রর আশেপাশে গ্যাদারিং, সমাবেশ বা কোন প্রার্থীর পক্ষে ভোট চলাকালীন সময়ে, সকলকে নির্বাচনের বিধি মেনে চলার জন্য নির্দেশনা দেন। সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণে সকল ভোটার এবং প্রার্থীদের প্রতি আহ্বান জানান।