আপন নিউজ অফিস: কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষা-২০২২ শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল ১০ টায় কলেজ প্রাঙ্গনে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মহিব্বুর রহমান মহিব।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৌদ্য, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ড.শহিদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম।
এসময় প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সালাম হাওলাদার এবং বিশেষ অতিথিদেরকে কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি,ইয়ামিন আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফয়জুর রহমান আশিক তালুকদার,পটুয়াখালী জেলা কৃষক লীগের সদস্য ও পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দোলন ঢালী, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক রাকিবুল ইসলাম রকি, পৌর শ্রমিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জনি সরদার। কলেজ ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান হিরন ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান অমি গাজী প্রমুখ সহ শিক্ষক-শিক্ষিকা এবং কলেজের শিক্ষার্থীরা।