আমতলী প্রতিনিধি: মামলায় সুবিধা নিতে মামলার বাদি রুবেল হাওলাদার মিথ্যা মারধরের নাটক সাজিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মামলার আসামী মোঃ মতিয়ার রহমান খাঁন সোমবার আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে খান মতিয়ার রহমান বলেন, তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের মোঃ শাহজাহান হাওলাদারের সাথে ৫০ শতাংশ জমি নিয়ে বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে শাহজাহান হাওলাদারের ছেলে মোঃ রুবেল হাওলাদার ২০২১ সালে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা জাল জালিয়াতি মামলা দায়ের করে। ওই মামলাটি আদালতের বিচারক সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। কিন্তু সিআইডি উদ্দেশ্য প্রনোদিত হয়ে মিথ্যা প্রতিবেদন দাখিল করেছেন। ওই প্রতিবেদন আদালতে মিথ্যা প্রতিমান হয়। পরে আদালত বরিবার ওই মামলার সকল আসামীদের জামিন মঞ্জুর করেন। জামিনে পেয়ে আমরা বাড়ীতে চলে যাই। কিন্তু পরে জানতে পারি মামলায় সুবিধা নিতে মামলার বাদী উদ্দেশ্যহীন ভাবে মারধরের নাটক সাজিয়েছে। ওই ঘটনার সাথে আমার ও আমার পরিবারের আদৌ সম্পর্ক নেই। আদালত প্রাঙ্গণে মারধরের ঘটনা দেখানো হয়েছে কিন্তু আমিসহ আমার ছেলে মিরাজ ও সিরাজ ওই ঘটনাস্থলে ছিলাম না। আদালত প্রাঙ্গণে মারধরের ঘটনা ঘটে থাকলে শত শত মানুষ ও আইন শৃখলা রক্ষাকারী বাহিনী এ ঘটনা প্রত্যাক্ষ করতো। কিন্তু এ ঘটনা কেউ জানেন না। তিনি আরো বলেন, উল্টো মামলার বাদী মোঃ রুবেল আমাকে ও আমার পরিবারের লোকজনকে হয়রানী করতে মিথ্যা মামলা দিয়েছে। মামলার বাদি রুবেল ও তার সহযোগী নজরুল বিশ্বাস আমাকে জীবন নাশ ও মিথ্যা মামলায় জড়াবে বলে হুমকি দিচ্ছে।
এ বিষয়ে মামলার বাদী রুবেল হাওলাদারের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পরিদর্শক মংচেন বলেন, রোববার আদালত প্রাঙ্গণে মারধরের কোন ঘটনা ঘটেনি।