সঞ্জিব দাস, গলাচিপা: কলাপাড়া উপজেলার মহিপুরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আইয়ুব আলী ফকিরকে মারধর করায় পত্রিকায় গত ১৫ অক্টোবর সংবাদ প্রকাশ হওয়ায় মহিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের থানায় মামলা নিয়ে আসামি গ্রেফতার করেন। এলাকাবাসী আসামি গ্রেফতার হওয়ায় মহিপুর থানা পুলিশকে অভিনন্দন জানান।
উল্লেখ্য গত ১৬ই অক্টোবর আইয়ুব আলী ফকিরের ছেলে জুুলাশ ফকির বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মহিপুর থানা পুলিশ আসামি রাজা মোল্লাকে গ্রেফতার করে সোমবার সকালে জেল হাজতে প্রেরন করেন।
এ বিষয়ে মামলার বাদী জুলাশ ফকির জানান, আমার বাবাকে মারধর করায় আমি মামলার বাদী হয়েছি আসামি গংএর লোকজন আমি সহ আমার পরিবারের বিরুদ্ধে আদালতে হয়রানি মামলা করবেন বলে এলাবাসিদের কাছে বলেন। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দাবী আমরা আওয়ামী লীগ পরিবারের সন্তান বিএনপি জামাতের লোক জনের হিং¯্র থেকে বাচতে চাই সুন্দরভাবে জীবন গড়তে চাই।
মহিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের বলেন, একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।