আপন নিউজ অফিস: কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম এর নেতৃত্বে এসআই মোঃ হুমায়ুন কবির, এএসআই কমল চন্দ্র সিকদারের মাদক বিরোধী অভিযানে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম টিয়াখালী গ্রামের সত্তার হাওলাদারের ছেলে মোঃ জুয়েল হাওলাদার (৩১), বাদল খান'র ছেলে মোঃ পারভেজ হোসেন হৃদয় খান (২৫) কে এক কেজি গাঁজা সহ আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) উপজেলার বালিয়াতলী ইউনিয়ন থেকে এদের গাঁজা সহ আটক করা হয়।
পুলিশ জানায়, ওই অভিযানে পূর্ব টিয়াখালী গ্রামের নিজাম আকনের ছেলে মোঃ হামিম ওরফে সাব্বির আকন (৩২) পালিয়ে যায়। ধৃত আসামী জুয়েল এর দেহ তল্লাশী করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামী জুয়েল হাওলাদার ও আসামী মোঃ পারভেজ খা এর নামে একাধিক মাদক মামলা রয়েছে।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম জানান, পটুয়াখালী জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার জনাব মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম, মহোদয়ের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার জনাব আহমাদ মাঈনুল হাসান (প্রশাসন ও অর্থ ),পটুয়াখালীর নির্দেশনায় এ অভিযান চালানো হয়।