আপন নিউজ অফিস: পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতি মামলায় দুই ডাকাত কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় এদের কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা, স্বর্ণ অহংকার, মোবাইল ফোন, চুরি করার সরঞ্জামসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত এরা হলে, পার্শ্ববর্তী উপজেলা আমতলীর ছাত্তার প্যাদা'র ছেলে কামাল প্যাদা (৩৮) ও বরগুনা জেলার বুড়ির চর'র শাহজাহান খলিফা'র ছেলে বাদল খলিফা (৩২)। এদেরকে গোপন সংবাদ ভিত্তিতে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করে কলাপাড়া থানার পুলিশ।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম বলেন, গ্রেফতারকৃত ডাকাতির মূল হোতা বাদল খলিফা ও বাদল খলিফা পেশাদার ডাকাত সরদার, ডাকাত বাহিনীর লিডার, প্রত্যেকের নামে আট থেকে দশটি ডাকাতি মামলা রয়েছে। গ্রেফতার দুই জন কে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত জুন মাসের শেষ দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মস্তফাপুর গ্রামের আব্দুর রব হাওলাদারের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতি সংঘটিত কালে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ঘরে থাকা ৫ লক্ষ ৭০ হাজার টাকা, ২০ ভরি স্বর্ণ অহংকার, দুটি আইফোন সহ ৪টি স্মার্টফোন লুট করে নিয়ে যায়। এ সময় সাইফুল ইসলাম তার স্ত্রী লিমা আক্তার ও ১৬ মাসের শিশুপুত্র সাফোয়ান আহত হন। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়।