আমতলী প্রতিনিধি:“শিক্ষকের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু” এ প্রতিপাদ্য নিয়ে আমতলী উপজেলা ব্যাপী শিক্ষক দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে শিক্ষক দিবসের র্যালীর আয়োজন করে।
উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার এসএম সাদিক তানভীর।
এ সময় আরো উপস্থিত ছিলেনর উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক মিলন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি মোঃ রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান প্রমুখ।
এ ছাড়া উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক ও কলেজে শিক্ষক দিবস পালন করা হয়।