আপন নিউজ অফিস: ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ স্লোগানকে সামনে রেখে কলাপাড়া কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮অক্টোবর) সকাল ১০টার দিকে কলাপাড়া থানার সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে থানায় গিয়ে শেষ হয়।
এতে অংশ নেন কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়মী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া থানার ওসি মো. জসীম সহ কমিউনিটি পুলিশিং কমিটির নেতা, সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা।
আলোচনা সভায় কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম'র সভাপতিত্বে অতিথি ছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, বালিয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম হুমায়ূন কবির,কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির।
এসময় উপস্থিত ছিলেন, টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহামুদুল হাসান সুজন মোল্লা, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া পৌরসভার মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, উম্মে তামিমা বিথী, মহিলা নেত্রী সালমা কবির, ধানখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহাজাদা পারভেজ টিনু মৃধা, লালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ তারেক খান প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ মোস্তাফিজুর রহমান।
বর্ণাঢ্য এ আয়োজনে কমিউনিটি পুলিশিং কমিটির নেতা, গ্রামপুলিশ, সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা। অংশগ্রহণ করেন।