আপন নিউজ অফিস: কলাপাড়ায় লতাচাপলী ইউনিয়নের আলীপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে সাবিকুন্নাহার (১২) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।
শুক্রবার (৪ নভেম্বর ) সকাল ৯ টায় পূর্ব আলিপুরের কলেজ রোড সংলগ্ন একটি ধানক্ষেত থেকে ঐ কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত কিশোরী আলীপুর গ্রামের মৃত ইমান হোসেন মাঝির মেয়ে।
ঐ কিশোরীর মা শাহারা বেগম বলেন গতকাল রাতে তার সাথে তার মেয়ের বাকবিতন্ডা হয় ফলে সে ঘর থেকে বেরিয়ে যায়। পরে সকালে লোকমুখে তার মেয়ের মৃত্যুর সংবাদ পায়।
মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মো.আবুল খায়ের বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর প্রকৃয়া চলছে। এটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত না করে কিছুই বলা যাবে না।