প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ১০:১২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৯, ২০২০, ৮:৫০ অপরাহ্ণ
আমড়াগাছিয়া খানকায় তিনদিন ব্যাপি বার্ষিক মাহফিল শুরু

রিপোর্ট: এইচ এম জামিল আহমদঃ
দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী আমতলী উপজেলার আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সে বুধ, বৃহস্পতি ও শুক্রবার (১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারি) তিনদিনব্যাপী ঈছালে ছওয়াব মাহফিল শুরু হয়েছে।
ছারছীনা শরীফের কুত্ববুল আলম হযরত মাওলানা শাহ্ সূফী নেছারুদ্দীন আহমদ (রহঃ) এর ৬৮ তম ও মুজাদ্দিদে যামান হযরত মাওলানা শাহ্ সূফী আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহঃ) এর ৩০ তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আয়োজিত ঈছালে ছওয়াব মাহফিলে ছারছীনা দরবার শরীফের হযরত পীর ছাহেব কেবলা ওলামা, খোলাফা, পীরভাই, মুহিব্বীন সহ সবৃস্তরের দীনদার মুসলমানদিগকে যোগদান করার জন্য আহ্বান জানিয়েছেন।
মাহফিলে দরবারের বিশিষ্ট ওলামায়ে কেরামগণ ওয়াজ নসীহত করিবেন।
শুক্রবার বাদ জুময়াহ আখেরী মুনাজাত পরিচালনা করবেন আমিরে হিযবুল্লাহ্ আলহাজ্ব হযরত মাওঃ শাহ মোঃ মোহেব্বুল্লাহ (মাঃজিঃআঃ) পীর সাহেব ছারছীনা দরবার শরীফ।
এছাড়াও বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় অরাজনৈতিক দ্বিনী সংগঠন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর পটুয়াখালী ও বরগুনা জেলার আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.