চঞ্চল সাহা: কলাপাড়ায় অগ্নিকান্ডে এক ব্যবসায়ীর বসতঃবাড়ী পুড়ে ছাই হয়েছে । বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মহিপুর ইউনিয়নের পুরান মহিপুর এলাকার শংকর সিকদারের বাড়ীতে এ ঘটনা ঘটে। এতে নগদ টাকা সহ অন্ততঃ ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনার সময় ওই বাড়ীর লোকজন ধর্মীয় অনুষ্ঠান উপভোগের জন্য পার্শ্ববর্তী গ্রামে অবস্থান করেছিলেন । তবে অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে কেউ কেউ বলছে বিষয়টি শত্রুতামূলক হতে পারে। স্থানীয় লোকজন আধঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। তবে বাড়ীটি সম্পূর্নরূপে ভস্মিভূত হয়েছে। আগুন নিভে যাবার পর কলাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় বলে এলাকাবাসীর অভিযোগ।