আমতলী প্রতিনিধি: আমতলী পৌর শহরের বটতলা এলাকায় বৃহস্পতিবার রাতে আগুনে দুইটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থরা।
জানাগেছে, পৌরশহরের বটতলা নামক স্থানে বৃহস্পতিবার গভীর রাতে জুয়েল চৌকিদারের মুদি দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় ও দমকল বাহিনীর লোকজন ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে নুরুল ইসলাম কাওসার মাষ্টারের ঔষধের ফার্মেসি এবং জুয়েল চৌকিদারের মুদি দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী নুরুল ইসলাম কাওসার।
আমতলী ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ গোলাম মোস্তফা বলেন, সট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ফায়ার সার্ভিসের লোকজনের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, খোজ খবর নিয়ে আর্থিক ভাবে সহযোগীরা করা হবে।