আপন নিউজ অফিস: কলাপাড়া উপজেলার লালুয়া ও মিঠাগঞ্জ ইউনিয়ন থেকে পৃথক পৃথক ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীসহ এক গৃহবধুর মরদেহ কলাপাড়া থানা পুলিশ উদ্ধার করছেন।
নিহতরা হলো, ১৬ ডিসেম্বর শুক্রবার উপজেলার লালুয়া ইউনিয়ন এর ছোনখোলা গ্রামের বনি আমিন এর স্রী গৃহবধু মোসাঃ ইয়াছমিন আক্তার ডলি(৩০) দুই সন্তানের জননীর মরদেহ নীজ বাড়ীর পুকুর থেকে এবং একই উপজেলার মিঠাগজ্ঞ ইউনিয়ন এর পূর্বমধুখালী সালেহিয়া দাখিল মাদ্রাসার নবমশ্রেনীর ছাত্রী ইমা আক্তার (১৪) এর মরদেহ বাবা মোঃ ইউসুফ আলীর বসত ঘরের দোতলা থেকে গলায় ফাঁস দেয়ার অবস্হায় কলাপাড়া থানা পুলিশ উদ্ধার করছেন।১৬ ডিসেম্বর শুক্রবার সকালে ইমা আক্তার এর মায়ের সাথে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে কথার কাটাকাটি হয়। পরে ইমার বাবা মা সংসারিক কাজে মাঠে গেলে ইমা আক্তার অভিমান করে গলায় ফাঁস দিয়ে মারা বলে পরিবারের দাবী। অপরদিকে লালুয়া ইউনিয়ন এর ছোনখোলা গ্রামের মোঃ বনি আমিন এর স্রী মোসাঃ ইয়াছমিন আক্তার ডলি মরদেহ দুপুরে নিজ বাড়ীর পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। নিহত পরিবারের দাবী,ডলি পুকুরে ডুবে মারা গেছে।শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পৃথকভাবে দুটি ইউডি মামলা রুজু করা হয়েছে।
এ ব্যাপারে কলাপাড়া থানা অফিসার ইনচার্জ মো, জসীম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে প্রতিবেদন পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।