আপন নিউজ অফিস: কলাপাড়ায় মানবতার বিবেক নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন’র আত্মপ্রকাশ হয়েছে। শনিবার বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে পরিচিতি সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাব’র সভাপতি হুমায়ুন কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম, কলাপাড়া প্রেসক্লাব’র সাধারন সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, সরকারি মোজাহারউদ্দিন বিশ্বস কলেজ’র ইংরেজি প্রভাষক ড. শহিদুল ইসলাম সোহেল, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সাবেক সভাপতি এস.একে রঞ্জন, বর্তমান সভাপতি এইচ.আর মুক্তা, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি’র সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া সাংবাদিক ফোরাম’র সভাপতি মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন ও কলাপাড়া নাগরিক ঐক্য জোট’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল।
সংগঠনটি সভাপতি মো. হাফিজুর রহমান রাসেল'র সভাপতিত্ব অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মানবতার বিবেক সংগঠনের সহ-সভাপতি মুফতি নুরুল ইসলাম, সাধারন সম্পাদক মো. ওয়ালিউল্লাহ মৃধা, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম মাতুব্বর, অর্থ-সম্পাদক মো. সোহাগ মৃধা, দপ্তর সম্পাদক মো. জুয়েল হোসাইন ও ক্রিয়া সম্পাদক মো. বিল্লাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানবতার বিবেক সংগঠনের যোগাযোগ সম্পাদক সাংবাদিক মো. ওমর ফারুক।
উল্লেখ্য, মানবতার বিবেক সংগঠনটি ২০২০ সালের ১২ জুলাই থেকে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ইতোমধ্যে তারা উপজেলাবাসী’র কাছে ব্যাপক সাড়া ফেলেছে।