চঞ্চল সাহা: কলাপাড়ায় অটোরিক্সা এবং ধান বোঝাই টমটমের মুখোমুখি সংঘর্ষে মো.বাদশা ফকির (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কলাপাড়া-কুয়াকাটা সড়কের নীলগঞ্জ ঘুটাবাছা নামক এলাকায় এ ঘটনা ঘটে। তার বাড়ী নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাদশা ফকির উপজেলার হাজীপুর এলাকা থেকে অটোরিক্সা যোগে নিজের বাড়ীতে ফেরার পথে এ দূর্ঘটনার শিকার হয়। এসময় আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। বরিশাল থেকে রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। ঢাকার শ্রামলী এলাকার রেডক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হলে বুধবার ভোররতে তার মৃত্যু হয় বলে মো.ইভান মাতুব্বর নামে এক শিক্ষক জানিয়েছেন।
এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মো.জসীম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি উল্লেখ করেন।