বিশেষ প্রতিবেদন: কলাপাড়ায় জৈনপুরী পীর সাহেব কেবলার বার্ষিক ইছালে ছওয়াব ও দোয়ার মাহফিলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কুরআন, আলহাজ্ব আল্লামা মুফতি ড. সাইয়েদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুরী এর ধর্মীয় বয়ান শুনতে ঢল নামে মুসল্লিদের। মঙ্গলবার রাতে তীব্র শীত উপেক্ষা করে স্থানীয় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে, সড়কে দাঁড়িয়ে, বাসা-বাড়ীতে বসে মন্ত্রমুগ্ধের মত বয়ান শুনেন অন্তত: ১০ হাজার মুসল্লী ও মা-বোনেরা।
ঐতিহ্যবাহী খেপুপাড়া জৈনপুরী খানকায়ে হামিদিয়া কারামতিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দেস্তারবন্দী উপলক্ষে খেপুপাড়া জৈনপুরী খানকায়ে এর মাহফিল ইন্তেজামিয়া কমিটি এ বার্ষিক ইছালে ছওয়াব ও দোয়ার মাহফিল এর আয়োজন করে। ঈমান, নেক আমল, নামাজ, জাগতিক, মহাজাগতিক, পরজাগতিক ও কুরআন হাদিসের বিশ্লেষণধর্মী ধর্মীয় আলোচনায় তওবা করে তীব্র শীতেও চোখের অশ্রু গড়িয়ে পড়ে মুসুল্লিদের।
এরপর রাত এগারোটার দিকে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাহফিল এর সভাপতি খেপুপাড়া জৈনপুরী খানকায়ে হামিদিয়া কারামতিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব হযরত মাওলানা মোর্শেদেনা শাহ সুফি হাফেজ মুহাম্মদ শামসুল আরেফিন সিদ্দিকী আল কোরাইশী পীর সাহেব জৈনপুরী, ভারত।
এর আগে জৈনপুরী খানকায়ে হামিদিয়া কারামতিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী পরিয়ে দেন এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুরী। এছাড়া মাহফিলে পরিশ্রমী স্বেচ্ছাসেবকদের পাঞ্জাবি উপহার দেন প্রধান অতিথি এনায়েতুল্লাহ আব্বাসী, পীর সাহেব জৈনপুরী।