আপন নিউজ অফিস: কলাপাড়া প্রেসক্লাবের সদস্য ও বিশিষ্ট নাট্য অভিনেতা প্রয়াত শিব শংকর ভট্টাচার্য এর ১৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) রাত ৮ টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান (সিআইপি) মিলনায়তনে এ স্মরণ সভার আয়োজন করে।
প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু'র সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাবেক যুগ্ম সম্পাদক অমল মুখার্জি, সাংবাদিক গোফরান পলাশ, জসিম পারভেজ, মিলন কর্মকার রাজু প্রমূখ।
স্মরণসভায় বক্তারা প্রয়াত সাংবাদিকের কর্মময় স্বর্ণোজ্বল দিনগুলোর স্মৃতিচারণ সহ তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এর আগে স্মরণ সভার শুরুতে মরহুমের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।