চঞ্চল সাহা: কলাপাড়ায় প্রচন্ড ভীড় উপেক্ষা করে ন্যায্য মূল্যের চাল আনতে গিয়ে আয়শা বেগম (৮৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে পৌরশহরের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। তার বাড়ী পৌরশহরের ৯ং ওয়ার্ডের বাদুরতলী এলাকায়।
নিহত বৃদ্ধার ছেলে মো.বাচ্চু হাওলাদার জানান, ৩০ টাকার দামের চাল আনতে গিয়ে প্রচন্ড ঠেলাঠেলির কারনে অসুস্থ হয়ে পড়েছে সে। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।