বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৬ অপরাহ্ন
চঞ্চল সাহা: মর্যাদাহীন শিক্ষক হয়ে কোন লাভ নেই। পড়াশোনা ছাড়া শিক্ষক হওয়া যায় না। শিক্ষকদের প্রতিবাদী হতে হবে। অনেক কলেজের অধ্যক্ষদের দেখা গেছে,তাঁর অধিনস্থ শিক্ষক এম,ফিল করার জন্য আবেদন করলে অধ্যক্ষরা তার অনুমতি দিচ্ছে না। এটা সঠিক না। শিক্ষকদের সুযোগ দিতে হবে। একটি দেশের ইতিহাস জানার প্রয়োজন আছে। এক সময় শিক্ষকরা মনে করতেন ইতিহাস বিষয় নিয়ে পড়াশোনা করলে চাকুরি পাওয়া যায় না। এটা একদম ভুল কথা। ইতিহাস পড়ে গুনি মানুষ তৈরী হচ্ছে। ইতিহাস পড়ে প্রশাসনে চাকুরী করছে। শিক্ষকতা শুধু বাসায় চেক বই নয়। বইও পড়তে হবে। এবারের বই মেলায় পাঠকরা ইতিহাস বই বেশী কিনেছেন।
শনিবার (১১ ফেব্রুয়ারী) দিনভর কুয়াকাটার পর্যটন কর্পোরেশনের হল রুমে বাংলাদেশ ইতিহাস সন্মিলনীর বরিশাল বিভাগীয় সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইতিহাস সন্মিলনীর প্রতিষ্ঠাতা এবং চট্রাগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু অধ্যাপক ড.মুনতাসীর মামুন এ সব কথা বলেন। সন্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইতিহাস সন্মিলনীর বরিশাল বিভাগের সভপতি অধ্যাপক খোন্দকার অলিউল ইসলাম। এসময় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ইতিহাস সন্মিলনীর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড.মাহব্বুুর রহমান বলেন’ ইতিহাস পাঠ করলে মানুষের মধ্যে দেশ প্রেম তৈরী হয়। তৃনমূল পর্যায়ে ইতিহাস চর্চা ছড়িয়ে দিতে হবে। সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষনা ইনষ্টিটিউটের পরিচালক ড.মো.মনিরুজ্জামান শাহীন বলেন’ ২০০৪ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যলয়ে ¯œাতক পর্যায়ে স্বাধীন বাংলাদেশের অদ্ভুদয়ের ইতিহাস বাধ্যতামূলক করেছে। এখন নবম-দশম শ্রেনীতে ইতিহাস পড়া বাধ্যতামূলক করার চিন্তা করা হচ্ছে।
এতে অন্যান্যদেও মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ ইতিহাস সন্মিলনীর পটুয়াখালী জেলার সভাপতি অধ্যাপক মো.নাজমুল আলম, ঝালকাঠী জেলা শাখার সভপতি আবদুর রাজ্জাক, ভোলা জেলার সভাপতি অধ্যাপক জাহান জেব আলম। এছাড়া বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করেন ড,মরিুজ্জামান শাহীন, অধ্যাপক নেছারউদ্দিন আহমেদ টিপু, অধ্যাপক ফৌজিয়া খানম অশ্রæ, অধ্যাপক লুলু আল মারজান, অধ্যাপক বিএম শহীদুল ইসলাম মাখন, এতে বরিশাল বিভাগের বিভিন্ন কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন। শেষে র্যাফেল ড্র এবং কুয়াকাটা খানাবাদ কলেজের প্রভাষক শহিদুল ইসলাম শাহীনের পরিচালনায় মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply