কলাপাড়া প্রতিনিধি: জমিজমা সংক্রান্ত বিরোধে কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামের জেলে মোঃ সাইদুল সিকদারের রাতের আঁধারে ঘর ভাঙচুর ও গাছপালা কর্তন করার অভিযোগ উঠেছে।
শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১২ টায় উপজেলার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
জেলে মোঃ সাইদুল সিকদার অভিযোগ করে বলেন, স্থানীয় মোঃ আলমগীর হাওলাদার ও তার মামা শহিদুল সিকদার দীর্ঘ মাস পর্যন্ত বাপ দাদার ভিটা থেকে নামিয়ে দেওয়ার জন্য পাঁয়তারা চালাচ্ছে, এমনকি মিথ্যে মামলা দিয়ে হয়রানি করছে, এতেও কোন উপায় না পেয়ে আলমগীর হাওলাদার ও তার মামা শহিদুল সিকদার সহ ৭/৮ জন শুক্রবার রাতে ধারালো অস্ত্র ও লাঠি সেটি নিয়ে এসে বাড়ির আশেপাশে গাছপালা কর্তন করে, পরে ঘরবাড়ি ভাঙচুর করে আমাদেরকে হত্যার উদ্দেশ্যে হামলা চালালে আমি ও আমার স্ত্রী জেসমিন বেগম, ছেলে নাজমুল শিকদার এর ডাক-চিকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
এ ব্যাপারে অভিযুক্ত মোঃ আলমগীর হোসেন বলেন, ওই রাত্রে এলাকায় ছিলাম না, বরিশালে আছি, ঘটনা ভিত্তিহীন এবং সাজানো নাটক।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।