আপন নিউজ অফিস: কলাপাড়ায় পানিতে ডুবে আদিবা নামের তিন বছরের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১২ টায় পৌর শহরের বাদরতলী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, পৌর শহরের বাদরতলী এলাকার সুলতান এর শিশু কন্যা আদিবা খেলা করছিল। কোনো এক সময় সবার অজান্তে নিজ বাড়ির পুকুরের পানিতে পড়ে যায় সে। এদিকে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায় পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।