আমতলী প্রতিনিধি: মুঠোফোনে বাকী টাকা চাওয়ায় ছোটবগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম বিশ্বাস দোকানে হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। দোকান মালিক মোঃ বাদল মৃধা এমন অভিযোগ করেছেন। স্বেচ্ছাসেবক লীগ নেতার এমন কর্মকান্ডে এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনা ঘটেছে তালতলী উপজেলার ছোটবগী বাজারে রবিবার রাতে।
জানাগেছে, উপজেলার ছোটবগী বাজারে মোঃ বাদল মৃধা কসমেটিক্সের ব্যবসা করে আসছে। ওই দোকান থেকে ছোটবগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম বিশ্বাস বাকীতে মালামাল ক্রয় করেন। রবিবার রাতে দোকান মালিক বাদল মুঠোফোনে স্বেচ্ছাসেবক লীগ নেতার কাছে বাকী টাকা চায়। এতে ক্ষুব্ধ হয়ে তিনি বাদল মৃধার দোকানে হামলা চালিয়েছে। হামলায় দোকানের সুকেজের গ্লাস ভেঙ্গে গুরুত্বপুর্ণ মালামাল নষ্ট হয়েছে। স্বেচ্ছাসেবক লীগ নেতার এমন কর্মকান্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দোকান মালিক বাদল মৃধা বলেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিশ্বাস এর কাছে দুই হাজার দুই’শ টাকা বাকি রয়েছে। ওই টাকা মুঠোফোনে চাওয়ায় আমার দোকানে হামলা চালিয়ে সুকেজের গ্লাস ভেঙ্গে ফেলেছে এবং গুরুত্বপুর্ণ মালামাল ভাংচুর করেছে।
ছোটবগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, সামান্য কথা কাটাকাটি হয়েছে।
তালতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।