আপন নিউজ অফিসঃ আসন্ন কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদ-প্রার্থী এবিএম হুমায়ূন কবির এর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বালিয়াতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড লেবুপাড়া আবাসনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ সেকান্দার তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদ-প্রার্থী এবিএম হুমায়ূন কবির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা, সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন, মর্জিনা বেগম, প্রিন্স তালুকদার, রেজাউল করিম খোকন, মোঃ বায়জিদ, মোঃ কামাল তালুকদার, মঞ্জু সিকদার, কবির মাঝি।
এসময় পটুয়াখালী জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ আসলাম হাওলাদার, কলাপাড়া পৌরসভার কাউন্সিলর মাহবুবুর আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মজিবুর রহমান, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ শাহালী তালুকদার, সহ সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন নুহু তালুকদার উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রলীগ নেতা হাসিবুল তালুকদার।
বক্তারা ১৬ মার্চ বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদ-প্রার্থী এবিএম হুমায়ূন কবির কে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আহবান জানান।