আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের মোরগ প্রতীকের মেম্বার পদ-প্রার্থী জি এম মুছা'র উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় ১নং ওয়ার্ডের গাজী মার্কেটের তার নির্বাচনী অফিসে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, বর্তমান ইউপি সদস্য ছাত্রনেতা সাইমুন রহমান ইসমাইল, ইউসুফ গাজী প্রমুখ সহ অনেকে। ওই উঠান বৈঠকে ১নং ওয়ার্ডের ভোটার বৃন্দ উপস্থিত ছিলেন।
বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের মোরগ প্রতীকের মেম্বার পদ-প্রার্থী জি এম মুছা কে মোরগ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আহবান জানান।