আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের ও স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।
রোববার সন্ধ্যা ৭ টায় বালিয়াতলী ইউনিয়নের ১নং ওয়ার্ড বলিপাড়া মাঝগ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, নৌকা প্রতীকের সমর্থক হেনা বেগম (৪৫) ও স্বতন্ত্র প্রতীকের সমর্থক মোঃ ফারুক হোসেন (৫৫), মোশাররফ হোসেন (৪০) ও
মনজুরুল আহমেদ (৫১)। এদের মধ্যে মনজুরুল আহমেদ কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে নৌকা প্রতীকের সমর্থক ও স্বতন্ত্র আনারস প্রতীকের সমর্থকদের ভোট চাওয়া কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ আসেনি, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।