আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত হাতপাখা প্রতীকের চেয়ারম্যান পদ-প্রার্থী মোঃ ইমরান আলী সুমন তালুকদারের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে চম্পাপুর ইউনিয়নের বাংলা বাজারে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
চম্পাপুর ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওলানা মোঃ আমির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সাবেক সেক্রেটারি আর.আই.এম অহিদুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান আব্বাসী, হাজী মোঃ খবির উদ্দিন তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত হাতপাখা প্রতীকের চেয়ারম্যান পদ-প্রার্থী মোঃ ইমরান আলী সুমন তালুকদার, ইউনিয়ন যুব আন্দোলন সভাপতি মুফতি নাঈম বিন রফিক প্রমুখ। উঠান বৈঠকটি সঞ্চালনা করেন, চম্পাপুর ইউনিয়ন শ্রমিক আন্দোলন সেক্রেটারি টিএম মিরাজী।
বক্তারা, ১৬ মার্চ চম্পাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত হাতপাখা প্রতীকের চেয়ারম্যান পদ-প্রার্থী মোঃ ইমরান আলী সুমন তালুকদার কে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।