সঞ্জিব দাস, গলাচিপাঃ পটুয়াখালীর রাঙ্গাবালীতে কুদ্দুস চৌকিদার (৩৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের দাবি, তাদের অগোচরে গ্যাস ট্যাবলেট খেয়ে কুদ্দুস আত্মহত্যা করে। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা বলতে পারেন নি তারা কেউ। নিহত কুদ্দুস ওই গ্রামের মৃত আকব আলী চৌকিদারের ছেলে। পেশায় মৎস্যজীবি।
পরিবারের লোকজন ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯ টায় নিজ বাড়ির পাশে তার মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
রাঙ্গাবালী থানার ওসি নুরুল ইসলাম মজুমদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।