প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৯:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৩, ৭:০৩ অপরাহ্ণ
কলাপাড়ায় ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থীর গনসংযোগে ভয় ভীতি হুমকী ধামকির অভিযোগ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ ১৬মার্চ অনুষ্ঠিত মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৪নং ওয়ার্ডের ফুটবল মার্কার মেম্বর পদপ্রার্থী মো:নুর আলম'র প্রচার গনসংযোগে ভয় ভীতি হুমকী ধামকির অভিযোগ বিরাজমান।
শংকিত ০৪নং ওয়ার্ডের"ফুটবল মার্কার মেম্বর পদপ্রার্থী মোঃ নুর আলম হাওলাদার (আ.জব্বার) নিরাপত্তাহীনতায় শংকিত।
অপর দুই মেম্বর পদপ্রার্থী'র অব্যাহত হুমকি ধামকি প্রচার জনসংযোগে কর্মি সমর্থকদের বাঁধা প্রদানের লিখিত অভিযোগ দিয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে। কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আ:রশিদ"র সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান,লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কলাপাড়া থানা পুলিশ কে অবহিত করা হয়েছে।
৪নং ওয়ার্ডের ফুটবল মার্কার বিজয় নিশ্চিত জেনে প্রতিপক্ষ রা গভীর ষড়যন্ত্র শুরু করেছে।রাতের বেলা প্রচারে না থাকার অব্যাহত হুমকি তে দিশেহারা ফুটবল মার্কার মেম্বর পদপ্রার্থী মো নুর আলম ০৭মার্চ মঙ্গলবার বিকেলে মিঠাগন্জের আলীগন্জ গ্রামে গণমাধ্যম কর্মীদের কাছে জানান তাঁর শংকার কথা।
অনাকাংখিত দুর্ঘটনা যাতে না ঘটে সে জন্য সংস্লিস্ট আইন প্রয়োগকারী সংস্থা এবং নির্বাচন কমিশনের আইনী এ্যাকশান প্রত্যাশা করেছেন ৪নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী মো নুর আলম ও ফুটবল মার্কার কর্মী সমর্থকরা।
মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনে ০৪নং ওয়ার্ডের ফুটবল মার্কার মেম্বর পদপ্রার্থী শংকিত মো.নুর আলম গণমাধ্যম কর্মীদের কাছে যা বলেছেন।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.