আপন নিউজ, কলাপাড়া অফিসঃ কলাপাড়া উপজেলার ডাবলুগঞ্জ ইউপি নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী মোঃ দেলওয়ার হোসেন শিকদারের ক্যাডার কর্তৃক হাতপাখার সমর্থক মোঃ হযরত আলী (৪৫)-কে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আহতের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের পেয়ারপুর গ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর (পীর সাহেব চরমোনাই) মনোনীত হাতপাখা মার্কার প্রার্থী মাওলানা হেদায়েত উল্লাহ্ জিহাদীর পক্ষে ভোট চাইতে যান তার সমর্থক হযরত আলী। তখন তার উপর হামলা চালায় নৌকা মার্কার সমর্থক স্থানীয় সন্ত্রাসী সবুর, মালেক, কাওসার ও হারুনসহ ১০ থেকে ১২ জনের একটি দল। হামলায় হযরত আলীর ডান হাত ভেঙে দেয় এবং পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ঘটনার খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
হাতপাখা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাওলানা হেদায়েত উল্লাহ্ জিহাদী সংবাদকর্মীদের জানান, তার সমর্থক মোঃ হযরত আলী দুপুরে পেয়ারপুর গ্রামে এক বাড়িতে ভোট চাইতে যাচ্ছিলেন, তখন নৌকা মার্কার ক্যাডার সবুর, মালেক, কাওসার ও হারুনের নেতৃত্বে ১০-১২ জন মিলে মারধর করে ডান হাত ভেঙে ফেলে এবং তার সাথে থাকা নগদ টাকা নিয়ে যায়।
তিনি সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ ঘটনায় মহিপুর থানায় উপরোক্তদের নামে অভিযোগ দায়ের করা হচ্ছে।
এবিষয়ে নৌকা মার্কার প্রার্থী দেলোয়ার হোসেন শিকদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে ফোনটি ব্যাস্ত পাওয়া যায়। এজন্য তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার মোঃ আবুল খায়ের জানান, হাতপাখার সমর্থককে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দেখছেন।