আমতলী প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলা পরিষদ পুনঃ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতিকের এ্যাডভোকেট এম এ কাদের মিয়া বে সরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তারপ্রাপ্ত ভোট ২৮ হাজার ৮০। দ্বিতীয় অবস্হানে রয়েছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ প্রার্থী হাতপাখা প্রতিকের মুফতি মোঃ ওমর ফারুক জেহাদি। তার প্রাপ্ত ভোট ১৬ হাজার ৬ শত ৫৫৭। এ নির্বাচনে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী জিল্লুর রহমান রুবেল মোক্তার ৬ শত ৮৫ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
আমতলী উপজেলা নির্বাচন অফিসার মোঃ সেলিম রেজা বলেন নৌকা প্রতিকের এ্যাডভোকেট এম এ কাদের মিয়া বে সরকারী ভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।