সঞ্জিব দাস, গলাচিপাঃ জাতির জনক স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১শত ৩ তম শুভ জন্মদিন উপলক্ষে, গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে, গলাচিপা সদরের সকল প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল ও কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় উপজেলা পরিষদল রুমে রচনা প্রতিযোগিতা ও বিটিএফ স্কুলে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কমিটির আহবায়ক, উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম ও সদস্য সচিব মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফার তত্ত্বাবধানে, উপকমিটির সদস্যগণ দুইটি ভ্যানুতে প্রতিযোগিতার ব্যবস্থা গ্রহণ করেন।
এছাড়া গলাচিপা শিশু ঘরের আঙ্গিনায় শিশুদের উপস্থিতিতে আগামীকাল ১৭ই মার্চ বিকেল পাঁচটায় বঙ্গবন্ধুর শুভ জন্মদিনে কেক কেটে শিশু উৎসব পালন হবে বলে শিশু ছবি ঘরের প্রতিষ্ঠাতা সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন।