সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় দীর্ঘ ১৮ বছর পর উপজেলা ও পৌর শাখা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল সাড়ে ৪টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পৌরমঞ্চ চত্বরে এ সভার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি দেবাশীষ বিশ্বাস।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. শাহনূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রিফাত হাসানের (সজীব) সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মু. শাহীন শাহ এবং পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি আহসানুল হক তুহিন।
এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আমজাদ হোসেন সোহাগ, আরিফুল ইসলাম আজীম, আব্দুল মান্নান, সরদার মো. নজরুল,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মু জাহিদ হোসেনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।