আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে ৩ কৃষক কে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।
রোববার রাত ১০ টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের তারিকাটা বাজারের রুবেলের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মোঃ ইউসুফ হাওলাদার (৬০), জাহাঙ্গীর হাওলাদার (৬২) ও হাবিব হাওলাদার (৫৫)। এদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত মোঃ জাহাঙ্গীর হাওলাদার বাদী হয়ে সোমবার দুপুরে কলাপাড়া থানায় শহিদুল ইসলাম, কালাম কবিরাজ, মোঃ শামীম, মোঃ রুবেল কবিরাজ, হানিফ কবিরাজ, মোঃ আলমগীর, মোঃ মাহবুব, হারুন বেপারী, মোঃ জাহিদ, মোঃ কুদ্দুস, রাকিবুল ইসলাম,ফু য়াত, চান মিয়া কে আসামি করে একটি অভিযোগ দাখিল করেছে।
স্থানীয় ও মামলার সূত্রে জানা গেছে, আসামিদের সাথে মোঃ ইউসুফ হাওলাদার, মোঃ জাহাঙ্গীর হাওলাদার ও মোঃ হাবিব হাওলাদার সাথে দীর্ঘ দিন ধরে জমিজমা বিরোধ রয়েছে, যা মামলা চলমান।
কয়েকদিন আগে মসজিদের মাছ ধরা নিয়ে দ্বন্দ্ব হয়, এবং তাদের নানাভাবে হুমকি দেয়, তারপর তারা কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করে। এতে আরো ক্ষুব্ধ হয়ে রবিবার রাতে তারাবি নামাজ পড়ে বাড়ি যাওয়ার পথে ওঁৎ পেতে থাকা আসামিরা তাদের ধারালো অস্ত্র কুপিয়ে রক্তাক্ত জখন করে, পরিবারে লোকজন তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।