চঞ্চল সাহা,কলাপাড়াঃ কলাপাড়ায় অতিরিক্ত দামে এল,পি গ্যাস বিক্রি এবং সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করার দায়ে চার ব্যবসায়ীকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে পৌরশহরের নতুন বাজার এলাকার ব্যবসায়ীদের এ জরিমানা করা হয়। এদের মধ্যে একরামুল হোসেনকে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির দায়ে ৫ হাজার টাকা, এছাড়া সড়ক দখল করে দোকান পরিচালনার দায়ে ফল ব্যবসায়ী মো.জামাল হোসেন, মনির হোসেন ও মো.নিজামকে আড়াই হাজার টাকা করে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন।