রাসেল মোল্লাঃ কলাপাড়া উপজেলা যুবলীগের নেতা সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান শুভ এর ব্যক্তিগত উদ্যোগে ১০এপ্রিল সোমবার শেষ বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে দুইশত রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইফতারে প্রতিটি প্যাকেটে ছিলে খেজুর, বুট, জিলাপি, ডিম, পেজু, শসা, বেগুনি ও পানি।
এ সময়ে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, পৌর শহর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির যুবলীগ নেতা গাজী মামুন প্রমুখ।