আমতলী প্রতিনিধিঃ আমতলী সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য দৈনিক জনকন্ঠ পত্রিকার নিজস্ব সংবাদদাতা মোঃ হোসাইন আলী কাজীর মা মোসাঃ আছিয়া খাতুন ( ৮০) বার্ধক্য জনিত কারনে সোমবার রাতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মৃত্যু বরন করেছেন (ইন্না-লিল্লাহ........ রাজেউন)। মৃত্যু কালে তিনি ৪ পুত্র ও ২ কন্যাসহ নাতি, নাতনি গুনগ্রহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল ১০ টায় মরহুমার নিজ বাড়ী তালতলী উপজেলার ছোটবগী গাবতলী গ্রামে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।
সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজীর মায়ের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনাা জ্ঞাপন করে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি বিবৃতি প্রদান করেছেন। বিবৃতি দাতারা হলেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট এমএ কাদের মিয়া, আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রেজবি উল কবির জোমাদ্দার,আমতলী পৌর আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, নারী ভাইসচেয়ারম্যান তামান্না আফরোজ মনি, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান খান বাদল, বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, রফিকুল ইসলাম রিপন, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, সোহেলী পারভীন মালা, এ্যাড এইচএম মনিরুল ইসলাম মনি, আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ গোলাম সরোয়ার ফোরকান, সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান, তালতলী উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ছোটবগী ইউপি চেয়ারম্যান তৌফিকুজ্জামান তনু, আমতলী পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক কাউন্সিলর জিএম মুসা, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোটার মোঃ জসিম উদ্দিন সিকদার, সাধারন সম্পাদক প্রভাষক মোঃ জয়নুল আবেদীন, পেসক্লাব সভাপতি একেএম খায়রুল বাসার বুলবুল, সাবেক সভাপতি এ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, মোঃজাকির হোসেন, মোঃ রেজাউল করিম বাদল, সাধারন সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাবেক সাধারন সম্পাদক সৈয়দ নুহুউল আলম নবিন, এসএম নাসির মাহমুদ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ জাহিদ দেওয়ান, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি জাহিদুল ইসলাম মিঠু মৃধা, সাধারণ সম্পাদক মোঃ অলি আহম্মেদ, উপজেলা ছাত্র লীগ ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মতিন খান, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সবুজ প্রমুখ।