আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার শাখারিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে মাদক ব্যবসায়ী রুবেল খানকে আটক করেছে র্যাব-৮ সদস্যরা। এসময় তারা কাছ থেকে ৩ কেজি ৭'শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত রুবেল খানকে ওইদিনই আমতলী থানায় সোপর্দ করা হয়েছে। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। পুলিশ ধৃত আসামী রুবেল খানকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রেরন করেছে। আদালতের বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, র্যাব-৮ পটুয়াখালী কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার তুহিন রেজা'র নেতৃত্বে বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাখারিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ রুবেল খাঁন (২২) নামের একজনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃ রুবেল পটুয়াখালী জেলার মাদার বুনিয়া ইউনিয়নের বিল্লাল খানের ছেলে।কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার তুহিন রেজা বলেন, দীর্ঘদিন ধরে রুবেল মাদকের ব্যবসা করে আসছিলো। সংবাদ পেয়ে বৃহস্পতিবার সকালে উপজেলার শাখারিয়া বাজারে অভিযান চালাই।
এসময় রুবেল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করি। পরবর্তীতে তার কাছ থেকে ৩ কেজি ৭’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে সে বিভিন্ন জায়গা থেকে গাঁজা এনে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলো।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে।
আমতলী থানার ওসি রনজিৎ কুমার সরকার বলেন র্যাব-৮ এর একটি দল গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র্যাবের দেয়া এজাহারটি মামলা হিসেবে গন্য করা হয়েছে। ধৃত রুবেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।