চঞ্চল সাহাঃ কলাপাড়ায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক মো.আনোয়ার হোসেনের বাড়ীর সিঁধ কেটে ভিতরে ঢুকে ১২ ভরি স্বর্নালংকার সহ অন্ততঃ নগদ এক লাখ টাকা লুট করেছে অজ্ঞান পার্টির সদস্যরা। বৃহস্পতিবার রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আদমপুর তার গ্রামের বাড়ীতে এ ঘটনা ঘটে। এতে প্রভাষক আনোয়ার হোসেন সহ তার বাবা, মা, স্ত্রী,ছেলে অজ্ঞান হয়ে যায়। শুক্রবার দুপুরের দিকে তাদের চেতনা ফিরে আসে। তবে সন্ধ্যায় তারা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হবেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। তবে তাদের ল্যাপটপ,মোবাইল ফোন সহ ঘরের অন্যান্য মালামাল নেয়নি। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসীম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রভাষক আনোয়ার হোসেনের ছেলে মো.আসিফ জানান, তিনি ৪ বার বমি করার পর কিছুটা সুস্থ রয়েছেন। তবে অন্যান্যদের হাসপাতালে চিকিৎসা দেয়ার জন্য নিয়ে যাবেন বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, গত মঙ্গলবার রাতে একই ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামে বলরাম সাহার বাড়ীতে খাবারের সাথে চেতনা নাশক ওষুধ মেশানোর কারনে শিশু সহ ছয় জন অজ্ঞান হয়ে যায়। এদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তারা তিনদিন পরে সুস্থ হয়েছে বলে তাদের পারিবারিক সূত্রে জানা গেছে।