আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় শেয়ার মার্কেট সম্পর্কিত সচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কলাপাড়া পৌরশহরের নতুন বাজার এলাকায় এম.এম. প্লাজা'র নিচ তলায় এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
কলাপাড়া উপজেলায় সর্বপ্রথম ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ট্রক-১৪২) মিডওয়ে সিকিউরিটিস লিমিটেড এর ডিজিটাল বুথ স্থাপন উপলক্ষে শেয়ার মার্কেট সম্পর্কিত ধারণা প্রদান করেন মিডওয়ে সিকিউরিটিস লিমিটেড এর কলাপাড়া অফিস ইনচার্জ মোঃ মজিবুল হক জীবু। অনলাইনে যুক্ত হয়ে শেয়ার মার্কেট সম্পর্কে ধারণা দেন মিডওয়ে সিকিউরিটিস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আশেকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সংবাদকর্মী ফরিদ উদ্দিন বিপু, রাসেল কবির মুরাদ, সুজন মৃধা, এস এম আলমগীর হোসেন, ফরাজি মোহাম্মদ ইমরান, ব্যবসায়ী সুমন মল্লিক, মোঃ আল আমিন মিয়া, মোঃ মাসুদ, রফিকুল ইসলাম রনি, মোঃ ইয়াকুব, আল আমিন হাওলাদার সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।