চঞ্চল সাহাঃ কলাপাড়ায় অগ্নিকান্ডে মোহাম্মদ আলী নামে এক রাজমিস্ত্রির বসতঃবাড়ী পুড়ে ছাই হয়েছে। রবিবার দুপুর দেড়টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় । তবে ঘটনার সময় বাড়ীতে কেউ ছিল না বলে জানা গেছে। স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই বাড়ীটি সম্পূর্ন রূপে পুড়ে যায় । এলাকাবাসী অন্ততঃ আধাঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রন আনে। তবে পাশে অপর বাড়ীটি ফায়ার সার্ভিসের সদস্যদের চেষ্টায় রক্ষা পায় ।
এ ব্যাপারে রাজমিস্ত্রি মোহাম্মদ আলীর ছেলে নূরমোহাম্মদ জানান, ঘটনার সময় তার বাড়ীতে কেউই ছিল না। আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি কিছু বলতে পারছেন না। তবে তার তিন থেকে চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।