চঞ্চল সাহাঃ কলাপাড়ায় মৌসুমের শেষ সময় পৌরশহরের বিভিন্ন পয়েন্টে তরমুজ ব্যবসায়ীরা অতিরিক্ত মূল্যে ঠেকিয়ে নিচ্ছে তরমুজের দাম। ফলে তরমুজ প্রিয়দের অনেকে কিনতে এসে দাম শুনে চমকে ঊঠেছেন। চড়ামূল্যে এ তরমুজ শেষমেষ অনেকেই না কিনে বাড়ী ফিরে গেছেন।
জানা গেছে, তরমুজের মৌসুম শুরুর সাথে সাথে এক শ্রেনীর ব্যবসায়ীরা ওজনে তরমুজ বিক্রি করে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নিয়েছে। বর্তমানে তরমুজের মৌসুম শেষ হওয়ায় কম সংখ্যক বিক্রেতা তরমুজ বিক্রি করছেন। এ সুযোগে তারা ক্রেতাদের কাছ থেকে ঠেকিয়ে নিচ্ছে দাম। বর্তমানে যে তরমুজটি ২৫০ টাকা দাম হাকাচ্ছে ,এক সপ্তাহ আগে তা বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকায় । এছাড়া যে সাইজের তরমুজ এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ৭০ থেকে ৭৫ টাকা, বর্তমানে তা বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।
এ ব্যাপারে মজিদ নামে এক ক্রেতা বলেন’ ডাকাতির একটা সীমা থাকে, কিন্তু তরমুজ বিক্রেতাদের কোন সীমা নাই। মনে হয় তরমুজ বিক্রিতেও যেন মগের মুল্লুক বলে তিনি উল্লেখ করেন।
অপর এক ক্রেতা মো.কাইয়ুম বলেন’ দু’দিন ধরে প্রচুর পরিমানে গরম,অপরদিকে, রমজান বিধায় মানুষ তরমুজের দিকে ঝুঁকে পড়েছে । ফলে বিক্রেতা যে যেরকম পারছে ঠেকিয়ে দাম নিচ্ছে ।
মো.সহিদ নামে এক তরমুজ বিক্রেতা জানান, তরমুজ এখন পাওয়া যাচ্ছে না। বেশী দামে কেনা বলে বিক্রিও হচ্ছে বেশী দামে।